ক্রীড়া ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০২৪

পিএসজি-এমবাপ্পের ‘দারুণ দিন’

রিয়াল মাদ্রিদের এত টানাটানির পরও প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি কেন তাকে ছাড়ে না, সেটা আরো একবার প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক বছরে প্যারিসের ক্লাবটির একচ্ছত্র অধিপতি বনে গেছেন এই ফরাসি তারকা। গত আসরে পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ানে সবচেয়ে বেশি গোলের পাশাপাশি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।

যেখানে শেষ করেছিলেন চলমান মৌসুমে, ঠিক সেখান থেকেই শুরু করেছেন এমবাপ্পে। প্রতিযোগিতা যেটাই হোক, পিএসজিকে জেতাতে পালন করছেন নেপথ্য নায়কের ভূমিকা। তারই ধারাবাহিকতায় এবার আরো একটা দারুণ ম্যাচ পার করলেন সাবেক মোনাকো তারকা।

ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব থার্টির টুর ম্যাচে পরশু রাতে অখ্যাত অরলিয়ান্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এর মাধ্যমে প্রতিযোগিতার শেষ ষোলোতে পা রেখেছে লুইস এনরিকের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠ স্তাদে দে লা সোর্সে অনুষ্ঠিত ম্যাচে বলতে গেলে এক এমবাপ্পের কাছেই হেরেছে অরলিয়ান্স। স্বাগতিকদের জালে দুবার বল পাঠিয়েছেন এই ফরওয়ার্ড। পাশাপাশি সতীর্থদের বাকি গোল দুটিতেও সহায়তা করেছেন তিনি।

প্রথম গোলের জন্য ১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। এমবাপ্পে জালে বল জড়ালে লিড পায় সফরকারীরা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি পিএসজি।

৬৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। এর মাধ্যমে চলমান মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২৮ গোল করলেন সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ডদের একজন।

৭২ মিনিটে পর্তুগিজ তারকা গনসালো রামোসকে দিয়ে গোল করান এমবাপ্পে। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সেনি মায়ুলুর গোলেও অবদান রাখেন ২৫ বছর বয়সি তারকা ফুটবলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close