ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
শিরোপায় চোখ রাশিয়ার নারীদের
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ থেকে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ইউরোপের দেশ রাশিয়া। তাই সাফের ৪ দেশের আগ্রহ রাশিয়াকে ঘিরেই। গত শনিবার বাংলাদেশে এসে পৌঁছেছে রাশিয়া। গতকাল রবিবার টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিল রাশিয়ান দল।
ইউরোপ থেকে এশিয়ার আবহাওয়ার তারতম্য ঠিকই টের পাচ্ছে রাশিয়ানরা। দলটির কোচ ইয়েলেনা মেদভেদ আবহাওয়া সম্পর্কে বলেন, ‘দুই মহাদেশের আবহাওয়ার পার্থক্য তো রয়েছেই। আমরা এর সঙ্গে মানিয়ে নিয়েই খেলব। আমরা যেটা বলতে পারি যে, অনেক মানুষ এবং এখানে অনেক ট্রাফিক জ্যাম। সময় মেনে অনুশীলনে যাওয়া এবং ম্যাচে অংশ নেওয়াই আমাদের এখন কাজ।’
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া উয়েফা থেকে নিষিদ্ধ। উয়েফা থেকে নিষিদ্ধ হওয়ায় রাশিয়ার সিনিয়র ফুটবল দল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বলয়ে। রাশিয়ার নারী জুনিয়র দলের কাছে এই নিষেধাজ্ঞা অবস্থায় ফুটবলের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে সাফের মিডিয়া ম্যানেজার এই অংশের উত্তর দিতে বারণ করেন। পরবর্তী প্রশ্নের উত্তরে রাশিয়ান কোচ বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য দুই মাসের প্রস্তুতি নিয়েছি। তুরস্কে আমাদের অনুশীলন সেশন হয়েছে। সেখানে ম্যাচও খেলেছি।’
প্রথমবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে রাশিয়া। শিরোপা জিতেই দেশে ফেরার পরিকল্পনা তাদের। রাশিয়ার কোচ ইয়েলেনা মেদভেদ বলেন, ‘আমাদের দলের জন্য চমৎকার টুর্নামেন্ট হতে যাচ্ছে। এশিয়া অঞ্চলে আমরা কখনোই অংশ নেইনি। এমন টুর্নামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা আরো অনেক কিছু বলতে পারবো, যখন টুর্নামেন্ট শেষ হবে।’
সাফের প্রতিপক্ষ সম্পর্কে রাশিয়ান কোচ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিপক্ষ সম্পর্কে তেমন জানা নেই।
বাংলাদেশ দল সম্পর্কে কিছু বলা খুবই কঠিন আমাদের কাছে। আমরা শুধু বলতে পারি যে, দুই-তিন বছর আগে ভারতের সঙ্গে খেলেছিলাম। আর অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতিটা দলই চায় চ্যাম্পিয়ন হতে। শিরোপা জিতে রাশিয়া নিয়ে যেতে চাই।’
"