ক্রীড়া ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২৩

অ্যাটলেটিকোতে ডিপেইয়ের অভিষেক

স্প্যানিশ লা লিগায় পরশু রাতে রিয়াল ভায়াদোলিদকে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ডেকে এনে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পূর্ণ পয়েন্ট পাওয়ার দিনে লস রোজি ব্লাঙ্কোসদের জার্সিতে অভিষেক হয়েছে মেম্ফিস ডিপেইয়ের। সম্প্রতি বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমান ডাচ স্ট্রাইকার। ডিপেইয়ের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিপেইয়ের ট্রান্সফার ফি বাবদ ৩০ লাখ ইউরো জমা পড়েছে বার্সেলোনার ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া বোনাস বাবদ আরো ১০ লাখ ইউরো পেতে পারে হুয়ান লাপোর্তার নেতৃত্বাধীন কাতালান বোর্ড।

চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নতুন ক্লাবের অনুশীলনে যোগ দেন ডিপেই।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ১৪ গোল করেছেন ডিপেই। গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে কাতালান ক্লাবে নাম লেখান রবার্তো লেভানডফস্কি। পোলিম স্ট্রাইকার আসার পর ব্লুগ্রানারদের মূল একাদশে অনিয়মিত হয়ে পড়েন ডিপেই। এজন্য গুঞ্জন ছিল, ক্যাম্প ন্যু ছাড়তে চান তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে শুরুর একাদশে নামতে পারেননি ডিপেই। সতীর্থ আলভারো মোরাতার বদলি হিসেবে ৭৫ মিনিটে তাকে মাঠে নামান দিয়েগো সিমিওনি। তার আগে তিন গোলের দেখা পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। মোরাতার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় স্বাগতিকরা। এরপর আরো একবার করে স্কোরশিটে নাম তোলেন অ্যান্টনিও গ্রিজম্যান ও মারিও হারমোসো।

অভিষেকের সময় দর্শক, কোচিং স্টাফ এবং সতীর্থরা ডিপেইকে অভিবাদন জানান। মাঠে নেমে আক্রমণভাগে বল দখলের লড়াই করেছেন ২৮ বছর বয়সি ফুটবলার। অবশ্য গোল করার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কারণ নতুন সতীর্থদের সঙ্গে এখনো বোঝাপড়া তেমনভাবে গড়ে ওঠেনি তার। মাত্র দুটি প্রশিক্ষণ সেশন করেছেন ডিপেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close