ক্রীড়া প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০২২

ডমিঙ্গোর চোখে দিনশেষে সাকিব অবিশ্বাস্য

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর অবশ্য বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। যার চিত্র দেখা গেছে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনে। তবে গেল ম্যাচে বল হাতে দুর্দান্ত করা সাকিব আল হাসান অবশ্য এদিন ছিলেন ওয়ার্ম-আপেই ব্যস্ত। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাকিব বন্দনাতেই মাতলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার নির্ধারিত সময়ের মিনিট ত্রিশেক পর মিরপুরের মাঠে সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। কথা বলার এক পর্যায়ে আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিবের প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। সাবেক আফ্রিকান এই কোচ বললেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।’

ডমিঙ্গো আরো যোগ করেন, ‘এমন ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই।’ সাকিবকে যতদিন সম্ভব ততদিন বাংলাদেশের হয়ে দেখতে চান ডমিঙ্গো। এ সময়ে মিরাজের প্রসঙ্গ টেনে ডমিঙ্গো বললেন, ‘যতদিন সম্ভব তাকে বাংলাদেশের হয়ে দেখতে চাই। মিরাজ কি তেমন হতে পারে? হয়তো। সে পাঁচণ্ডছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে।’ টেস্ট ও টি-টোয়েন্টিতে কিছু ইনিংস খেললেও ওয়ানডেতে একদম নিষ্প্রভ নাজমুল হোসেন শান্তর ব্যাট। বারবার সুযোগ পেয়েও একদিনের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেননি এই বাঁহাতি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দল জিতলেও শান্ত পান ‘গোল্ডেন ডাক’। ঠিক আগের ওয়ানডেও প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। এই ব্যাটারের নড়বড়ে জায়গার পক্ষে যুক্তি দিতে গিয়ে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিসের উদাহরণ টানলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। এখনো পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলে ১৩.৫০ গড়ে স্রেফ ১৮৯ রান আছে শান্তর। তার স্ট্রাইকরেটও মোটে ৬০.৯৬। সর্বশেষ দুই ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলে।

দলে ইয়াসির আলি রাব্বি থাকতেও শান্তকে খেলানো প্রথম যুক্তি ডান-বাম সমন্বয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই বললেন বাংলাদেশের কোচ, ‘আমি ডান-বাম সমন্বয় পছন্দ করি। তাকে দেখে মনে সাদা বলে সে ভিত খুঁজে পাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুটি ফিফটি করেছে।’ এরপরই ক্যালিসের কথা টেনে শান্তর পক্ষে কথা বলেন ডমিঙ্গো, ‘ক্যারিয়ারের প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল ১২ (আসলে ২৫.৪৭)। পরে সে বিশ্বের সবসময়ের সেরাদের একজন হয়ে ওঠে। শান্তর আরো ধারাবাহিক পারফর্ম করতে হবে। কিন্তু সে বেশ কিছু কঠিন উইকেটে খেলেছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনার ধৈর্য ধরতে হবে। ১২টা (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি খেলা না। সে খুব ভালো দলের সঙ্গে কঠিন উইকেটে খেলেছে।’ ডমিঙ্গোর দেওয়া তথ্যে অবশ্য আছে কিছুটা ভুল। প্রথম ১২ টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ক্যালিস পেয়েছিলেন সেঞ্চুরিও। প্রথম ১৬টি ওয়ানডেতে তার ছিল তিন ফিফটি। ক্যালিসের উদাহরণটা ঠিক খাপ খায়নি।

৬ ওয়ানডেতে সুযোগ পেয়ে ৬৭ রান করেছেন ইয়াসির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৪ বলে তার আছে একটি ফিফটি। তবু ইয়াসিরের বদলে শান্তকে খেলানোর যুক্তি তুলে ধরলেন ডমিঙ্গো, ‘রাব্বি দক্ষিণ আফ্রিকার পর আর ওয়ানডে খেলেনি। সে চোটেও পড়েছে। মিরপুরের নতুন বল সামলানোটা গুরুত্বপূর্ণ। আমি সাকিবকে (শান্ত না খেললে সাকিবকে তিনে নামতে হবে) নতুন বলে প্রথম দিকে তিন-চার ওভার দূরে রাখতে চাই। বল পুরোনো হলে সাকিব অবিশ্বাস্য খেলোয়াড়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close