ক্রীড়া প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০২১

প্রথম দিনে বোলারদের দাপট

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২৩তম আসরে প্রথম রাউন্ডের প্রথম দিনে দাপট দেখিয়েছেন বোলাররা। দুই স্তরের চারটি ম্যাচের সব জায়গাতেই বোলাররা ভালো করেছেন। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে প্রথম দিনে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে দাড়াতেই পারেনি সিলেট বিভাগ। টস জিতে ব্যাটিং করতে নেমে নাজমুল ইসলাম অপুর স্পিন ঘূর্ণিতে মাত্র ৬৭ রানে অলআউট হয়েছে সিলেট। অপু ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। এছাড়া শুভাগত হোম ৩টি ও সুমন খান ১টি উইকেট নেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হয়। ঢাকার শুভাগত হোম ৫০, মাহিদুল ইসলাম ৪৭ রান করেন। সিলেটের এনামুল হক জুনিয়র ৪টি ও এবাদত হোসেন ৩টি উইকটে নেন। ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ১ উইকটে ৩৫ রান। ঢাকার চেয়ে ৭৪ রানে পিছিয়ে সিলেট।

সিলেট প্রথম স্তরের আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে দাপট দেখিয়েছ খুলনা বিভাগের বোলাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি রংপুরের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দিন শেষে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ২২৬ রান। জাহিদ জাবেদ ৪০, মাহমুদুল হাসান ৩৪, নাসির হোসেন ৩২ ও নাঈম ইসলাম ৩০ রান করেন। খুলনার মেহেদী হাসান মিরাজ ৪টি, আল আমিন হোসেন ৩টি ও জিয়াউর রহমান ১টি উইকট নেন।

কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩৯ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি ঢাকা মেট্রো। এক প্রান্ত আগলে ফিফটি তুলে নেন সাদমান ইসলাম। সাদমানের আউটের পর মোহাম্মদ শরিফউল্লাহ ছাড়া কেউই রানের দেখা পাননি। ১৪৫ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭৫ রান করেন সাদমান। শরিফউল্লাহ ১০১ বলে ৫৯ করেন। বরিশালের স্পিনার তানভীর ইসলাম ৭৮ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে বরিশাল বিভাগের সংগ্রহ ১ উইকটে ৬ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। টস জিতে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামের বিপক্ষে সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। তৌহিদ হৃদয় ছাড়া কোনো ব্যাটারই রানের দেখা পাননি। ৬৮ রান করে আউট হন হৃদয়। চট্টগ্রামের নাঈম হাসান ৪টি এবং মেহেদী হাসান রানা, হাসান মুরাদ ও ইফরান হোসাইন ২টি করে উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দলীয় ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় চট্টগ্রাম। তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রানের জুটি গড়েন মুমিনুল হক ও ইয়াসির আলী। ২ উইকটে ১২৬ রান তোলার পর আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হয়। ইয়াসির ৭০ ও মুমিনুল ৩২৩ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট বিভাগ (১ম ইনিংস)

৬৭ (২২ ওভার)

রাহাতুল ১৮*, সায়েম ১৭, অমিত ১৪ অপু ২৩/৬,

শুভাগত ১৯/৩, সুমন ১০/১

ঢাকা বিভাগ (১ম ইনিংস)

১৭৬ (৪১ ওভার)

শুভাগত ৫০, অঙ্কন ৪৭, মজিদ ৩৫ এনামুল হক জুনিয়র ৬৬/৪,

এবাদত ৩৪/৩ খালেদ ৭/১, রাহি ২৭/১

সিলেট বিভাগ (২য় ইনিংস)

৩৫/১ (১৭ ওভার)

ইমতিয়াজ ২২*, অমিত ১১*, রিভভি ১, শুভাগত ১৪/১

রংপুর বিভাগ (১ম ইনিংস)

২২৬/৮ (৮৬ ওভার)

জাহিদ ৪০, মাহমুদুল ৩৪, নাসির ৩২, নাঈম ৩০ মিরাজ ৮১/৪,

আল অমিন ৪৫/৩, জিয়াউর ১২/১

ঢাকা মেট্রো (১ম ইনিংস)

২৩৯/১০ (৮২.৫ ওভার)

সাদমান ৭৫, শরিফউল্লাহ ৫৯, রনি ৩৮ তানভীর ৭৮/৬, রাব্বি ৪৩/৪

বরিশাল ১ম ইনিংস: ৬/১ (৩ ওভার) আশরাফুল ৬*,

মইনুল ০ শরিফুল্লাহ ০/১

রাজশাহী (১ম ইনিংস)

১৬৬ (৪১.৩ ওভার)

হৃদয় ৬৮, সানজামুল ২১ নাঈম ৪২/৪,

ইরফান ২৪/২, মুরাদ ২৬/২, রানা ৩৯/২

চট্টগ্রাম (১ম ইনিংস)

১২৬/২ (৩৩ ওভার)

ইয়াসির ৭০*, মুমিনুল ৩২* তাইজুল ৪৬/২

**১ম দিন শেষে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close