ক্রীড়া প্রতিবেদক

  ১৪ অক্টোবর, ২০২১

হারে চিন্তিত নন নির্বাচকরা

টি-টোয়েন্টি বিশ^কাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ ইউকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে জয়ের স্বপ্ন দেখলেও শেষমেশ হেরে হেরে যায় লিটন দাসের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ^কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের পরাজয় নিয়ে তেমন চিন্তিত নন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ^কাপের প্রস্তুতিতে যেন কোনো রকম কমতি না থাকে সে কারণে বাংলাদেশ দল আগে ভাগেই ওমানে গিয়ে ক্যাম্প শুরু করেছে। তবে এই প্রস্তুতি ম্যাচ ফলাফল নিয়ে তেমন ভাবছে না টিম ম্যানেজমেন্ট। আর সে কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরির শঙ্কায় মুস্তাফিজকে বিশ্রামে রেখেছিল বাংলাদেশ। গতকাল এক অনুষ্ঠানে নান্নু বলেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করে দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে, সবাইকে মূল্যায়ন করা হয়। সবাই এখানে প্রস্তুত হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ খেলছে। সহসা কিন্তু এতগুলো ম্যাচ পাওয়া যায় না। তো নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।’

বিশ^কাপের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত কিংবা বিশ^কাপের সামগ্রিক প্রস্তুতি নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটুকু সন্তুষ্ট এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘ওমানে আমরা ১০ দিন আগেই গেছি এবং আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুটি ম্যাচ খেলে ফেলেছি। আরেকটা ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগেই দল ভালো একটা শেপের মধ্যে আসবে। ছেলেরা ভিন্ন উইকেটে খেলছে। ওমানে এক উইকেটে খেলেছে, আবুধাবিতে আরেক উইকেটে খেলছে। যেহেতু বিশ্বকাপের খেলাগুলো এই সমস্ত ভেন্যুগুলোর মধ্যে আছে। এরপর ১৭ তারিখ থেকে আমাদের বিশ্বকাপ মিশনটা ভালো করে শুরু করতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close