ক্রীড়া প্রতিবেদক

  ১১ জুন, ২০২১

বাংলাদেশের চ্যালেঞ্জ

চোটের ছোবলে বিশ্বনাথ ঘোষ নেই আগে থেকে। কার্ডের কারণে নিষিদ্ধ রহমত মিয়া। ওমান ম্যাচের রক্ষণভাগে তাই মোহাম্মদ ইমন, ইয়াসিন আরাফাতের মতো তরুণদের সুযোগ দিতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। শক্তিশালী ওমানের বিপক্ষে ভালো করার প্রতিশ্রুতি দিলেন তরুণরা।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আগামী ১৫ জুন ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম লেগে তাদের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছিল জেমির দল। আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্রয়ের পর ভারতের কাছে ২-০ গোলে হারা বাংলাদেশ সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে আছে। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দল।

বাছাইয়ের ‘কাতার পর্বে’ বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে ওমানই সবচেয়ে এগিয়ে থাকা দল ৮০তম। শক্তিশালী এই দলের বিপক্ষে ম্যাচে আক্রমণের ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশের রক্ষণভাগের ওপর দিয়ে। তা সামাল দিতে প্রস্তুত বলে জানালেন ইমন ও আরাফাত। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে রক্ষণের ভুলে গোল হজম করেছিল দল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার ইমন জানালেন তাদের ভুল নিয়ে কাজ করছেন কোচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close