সাহিদ রহমান অরিন

  ০২ জুন, ২০১৯

পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়ে আফগানিস্তান ভালো!

দ্বাদশ বিশ্বকাপের শুরুতে এশিয়ান ব্যাটসম্যানদের ওপর বোধহয় শনি ভর করেছে। পরশু ব্যাটিং লজ্জা ফিরিয়ে এনেছে পাকিস্তান। কালকের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও কিউই বোলারদের কাছে নাস্তানাবুদ হয়েছে। পরের ম্যাচে সেই পাক-লঙ্কানদেরই অনুসরণ করতে চলেছিল এশিয়ার আরেক দল আফগানিস্তানের উইলোবাজরা। তবে দেশকে লজ্জার হাত থেকে উদ্ধার করেন অধিনায়ক গুলবাদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান ও রশিদ খান। ৭৭ রানে ৫ উইকেট হারানোর পরও পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়ে ভালো পারফর্ম করেছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৮ ওভারে ৯ উইকেটে ২০৭ রান।

শনিবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানান গুলবাদিন। কিন্তু তার সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন অজি বোলাররা। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথের প্রত্যাবর্তনের ম্যাচে ঝলসে উঠেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-অ্যাডাম জ্যাম্পারা। দুই মারকুটে ওপেনার মোহাম্মদ শাহজাদ-হযরতউল্লাহ জাজাই অজি বোলারদের ওপর চড়াও হওয়া তো দূরের কথা, রানের খাতাই খুলতে পারেননি তারা। তবে নব-দলপতি গুলবাদিনকে নিয়ে বুক চিতিয়ে লড়াই শুরু করেন নাজিবুল্লাহ। এ দুজন আউট হয়ে গেলে দারুণ ক্যামিও উপহার দেন ওয়ানডের দ্বিতীয় সেরা অলরাউন্ডার রশিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close