ক্রীড়া ডেস্ক

  ০৭ এপ্রিল, ২০১৯

ফিফা ও এএফসির পদে কিরণ নির্বাচিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আবার ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাল এএফসির কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মাহফুজা আক্তার কিরণ ভোটের লড়াইয়ে ফিফা কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। অন্যদিকে এএফসির নির্বাহী কমিটিতে জিতেছেন নারী প্রতিনিধি হিসেবে। সাউথ জোনের তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মারিওম মোহাম্মদকে ৩১-১৫ ভোটে হারান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুটি পদেই আগে নির্বাচিত হিসেবে ছিলেন মাহফুজা।

মাহফুজা (বাংলাদেশ) ছাড়া এশিয়া থেকে ফিফার কাউন্সিল মেম্বার হিসেবে আরো যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন হে দু ঝাওচিয়া (চীন), প্রফুল প্যাটেল (ভারত), কো জো তাশিমা (জাপান), মারিয়ানো আরানেতা (ফিলিপাইন) ও সাউদ আজিজ আল মোহান্নাদি (কাতার)। বর্তমান সভাপতি বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার পদে রয়ে গেছেন। এএফসির নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা এশিয়া কাপের পরবর্তী আয়োজক দেশের নাম ঠিক করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close