ক্রীড়া প্রতিবেদক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

পেছাল মেয়েদের প্রিমিয়ার লিগ

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মেয়েদের ক্রিকেট মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও মাঠ সংকটের কারণে আগে হয়ে যাচ্ছে জাতীয় লিগ। আগামীকাল সোমবার থেকে কক্সবাজারের দুটি ভেন্যুতে শুরু হবে আটটি বিভাগীয় দলের লড়াই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে গত বছর মেয়েদের জাতীয় লিগ হয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে। তবে এবার হবে ওয়ানডে লিগ। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে গড়াবে পুরো আসর। কালকে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটাররা।

মেয়েদের রুটি-রুজির প্রিমিয়ার লিগ পিছিয়ে দিয়ে কেন জাতীয় লিগ, জানতে চাইলে মাঠ সংকটের কথা জানালেন বিসিবির ওমেন্স উইংয়ের ইনচার্জ নাজমুল আবেদীন ফাহিম। বললেন, ছেলেদের প্রিমিয়ার লিগ শেষ হলে আমরা করব। ঢাকায় মাঠের অপ্রতুলতার কারণেই পেছাতে হয়েছে। বর্তমানে চলছে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা। সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ। শেষ হবে এপ্রিলের শেষ দিকে।

জাতীয় লিগের পারফর্মারদের নিয়ে সামনে মেয়েদের ‘এ’ দল গঠন করা হবে বলেও জানালেন নাজমুল আবেদীন, ‘আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে। আমাদের যারা ভালো খেলোয়াড় আছে বর্তমানে এবং যারা এখানে ভালো করবে, হয়তো নতুন কিছু খেলোয়াড় উঠে আসবে। যাদের নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close