ক্রীড়া ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৮

২০০ মিটারের হিটে সবার শেষে শিরিন

২১তম কমনওয়েলথ গেমসের ১০০ মিটারে শিরিন আক্তার ছিলেন সাদামাটা। এবার ২০০ মিটারের হিটে আরো বাজে অবস্থানে। শেষ করেছেন সবার শেষে থেকে।

কাল ২৬ দশমিক ১৭ সেকেন্ডে দৌড় শেষ করেন শিরিন। ১ নম্বর হিটে অষ্টম এবং সব মিলিয়ে ৩৬ প্রতিযোগীর মধ্যে সব শেষ স্থান পান এই স্প্রিন্টার। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১২ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়েছিলেন শিরিন। ৪১ জনের মধ্যে ৩৮তম হয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী। ২১তম কমনওয়েলথ গেমসে এবার বাংলাদেশসহ ৭১টি দেশ অংশ নিয়েছে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। রোববার এই আসরে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র পদক আসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতেন শ্যূটার আবদুল্লাহ হেল বাকী। কমনওয়েলথের ইতিহাসে যেটি সপ্তম। এই সাতটি পদকই শ্যূটিং থেকে। ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোনে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ছিটকে গেছেন শাকিল আহমেদ চৌধুরী। ৬০৪ দশমিক ৫ স্কোর গড়ে ২০তম হন তিনি। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে শাকিল ষষ্ঠ হয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist