এম এ রউফ, সিলেট

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ লঙ্কান কোচ

দীর্ঘদিন বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার পা পড়ল তার প্রতিপক্ষ কোচ হিসেবে। নয়নাভিরাম স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ বাংলাদেশের সাবেক কোচের জিজ্ঞাসা, আগে কেন আসা হয়নি এখানে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। হাথুরুসিহে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন এরপর। ছিলেন প্রায় সাড়ে তিন বছর। তবে সে সময় এই মাঠে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। তার দলের বিপক্ষে ম্যাচ দিয়েই এই মাঠে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলার। শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার এখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চা বাগান আর পাহাড়ের পাশ ঘেষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আর নান্দনিক স্থাপত্যের এই স্টেডিয়ামকে শনিবারই প্রথম দেখলেন হাথুরুসিংহে। ম্যাচের আগের দিন তার কাছে জানতে চাওয়া হয়েছিল উইকেট সম্পর্কে। তিনি বেশি বললেন মাঠের সৌন্দর্য্য নিয়ে। ‘আমি প্রথমবার এই মাঠ দেখছি। উইকেট এখনো শতভাগ প্রস্তুত নয়। রোববার এসে দেখতে হবে উইকেট কেমন হয়। তাই উইকেট নিয়ে বেশি বলতে পারছি না। তবে মাঠটি খুবই সুন্দর। আমি বিস্মিত যে, বাংলাদেশে সাড়ে তিন বছর থাকার সময় এখানে আসা হয়নি আমার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist