নবী হোসেন নবীন

  ২০ এপ্রিল, ২০২৪

ধানের কাব্য

ধানের খেতে কাব্য লিখে

ধানের কারিগর

রোদে পুড়ে জলে ভিজে

সারাটি বছর।

তার কবিতায় সুপ্ত আছে

মহাকবির প্রাণ

গানের চেয়ে সেরা কাব্য

সোনালি এ ধান।

হেমন্তের মাঠ ভরে যখন

সোনা বরণ ধানে

সোনা দেখে সুর এসে যায়

গীতিকবির গানে।

ধান যে সবার প্রিয় খাবার

প্রভুর সেরা দান

চাষি কবির সেরা কাব্য

সোনার দানা ধান।

ধানের শিষের কবি তোমায়

করি নমস্কার

নতুন নতুন ধানের গীতি

লিখো বারংবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close