উৎপলকান্তি বড়ুয়া

  ২০ জানুয়ারি, ২০২৪

শীত পড়েছে

শীত পড়েছে

পাড়ায় পাড়ায় ঠাণ্ডা সকালবেলা,

শীত পড়েছে পুকুর জলে ধূসর ধোঁয়ার খেলা।

শীত পড়েছে

উঠোন জুড়ে মিষ্টি রোদের গান,

শীত পড়েছে পাতা ঝরার তুমুল আহ্বান।

শীত পড়েছে

ঘাসের ঠোঁটে শিশিরে দেয় চুম,

শীত পড়েছে লেপ-তোশকে রাতে মজার ঘুম।

শীত পড়েছে

ডগায়-লতায় শিমের কলি ফোটে,

শীত পড়েছে রসের হাঁড়ি মণ্ডম ঘ্রাণ ছোটে।

শীত পড়েছে

উল চাদরের দারুণ সুখের উম,

রান্নাঘরে মায়ের হাতের পিঠাপুলির ধুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close