বজলুর রশীদ

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

ভাষার জন্য গান

ভাষার জন্য জীবন দিল

ভাই ছিল বাঙালি,

মায়ের ভাষার জন্য আমি-

আজও তাই কাঙালি।

আমার মুখে মায়ের ভাষা

ভাইয়ের রক্তে কেনা,

শহীদ দিবস লালন করে

কমাই কিছু দেনা;

একুশের গান একাত্তরে

মুক্তিসেনার ঢালী।

সবার মুখের মায়ের ভাষা

আমরা ভালোবাসি,

একুশের গান বুকের ভেতর

বাজবে অবিনাশী;

একুশ আমার মিশে আছে

রক্তে শিরায়, নালী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close