জীবনযাপন ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০১৭

পূজার সাজ

পূজায় দিনের সাজ

পূজার সময় দিনের বেলার সাজটা বেশ উজ্জ্বল তবে হালকা হওয়াটাই ভালো। কারণ দিনের বেলা মন্দিরে পূজার অঞ্জলি দেওয়ার সময় শুভ্র ও স্নিগ্ধ ভাবটা যাতে থাকে সেদিকে নজর দেওয়া উচিত। প্রথমে সানস্ক্রিন ত্ব¡কে লাগিয়ে হালকা বেইজ মেকআপ দেওয়া উচিৎ ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে। হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিন এর ত্বকের ওপর। যদি প্যানকেক দিতে চান, তবে খুব সাবধানে হালকা করে দিয়ে একটি ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন পুরো ত্বক। এরপর এর ওপর লাগিয়ে নিন একটু উজ্জ্বল রঙের মেকআপ পাউডার। ব্যস বেইজ তৈরি হয়ে গেল। চোখের সাজে অফ হোয়াইট হাইলাইটস, বাদামি ও কালো রঙের মিশ্রণে অথবা পোশাকের রঙের সঙ্গে মিশিয়ে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। পেন্সিল আই লাইনার অথবা শুধু কাজলের একটা হালকা রেখা টেনে চোখের সাজে আনতে পারেন স্নিগ্ধতা। ঠোঁটে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হালকা যেকোনো রঙের লিপস্টিক বা কোরাল কিংবা হালকা গোলাপি লিপস্টিক অথবা লিপগ্লস লাগাতে পারেন। কিংবা টকটকে লাল রঙের লিপস্টিকও পূজার শাড়ি বা পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন। খুব হালকা করে ব্লাশঅন দেবেন দিনের বেলা। হালকা বাদামি, গোলাপি কিংবা পিচ রঙের ব্লাশঅন লাগান। চুলটা ভালো করে পোশাকের ধাঁচের সঙ্গে মিলিয়ে বেঁধে নিন, যাতে বাড়তি ঝামেলা পোহাতে না হয়। পূজায় চুল বাঁধলে দেখতেও বেশ ভালো লাগে। খোঁপা করলে খোঁপায় গুজতে পারেন ফুল কিংবা বেণী করে চুল বাঁধলেও পছন্দ করে ফুল দিতে পারেন। বিবাহিতা হলে বড় করে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দিন। ব্যস আপনি পূজার জন্য একেবারেই তৈরি।

পূজায় রাতের সাজ

সন্ধ্যার পর পূজার জন্য একটু গাঢ় করে সাজতে পারেন। তাই রাতের মেকআপ একটু ভালোভাবে করে নিন। প্রথমে চোখের আশপাশে এবং দাগ থাকলে সেটা ঢাকার জন্য কনসিলার ব্যবহার করে তা ঢেকে নিন। এর উপর ফাউন্ডেশন লাগিয়ে স্পঞ্জ করে বেইস মেকআপ করে নিন। এর ওপর ফেস পাউডার দিন। এবার ভেজা স্পঞ্জ দিয়ে আরো একবার ভালো করে ব্লেন্ড করুন। সিলভার রঙের হাইলাইটস দিয়ে একটু গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করুন রাতের সাজে। আইলাইনার ও কাজল দিয়ে মোটা করে চোখ আঁকিয়ে নিন। চোখের পাপড়ি ঘন ও বড় দেখানোর জন্য ২-৩ বার মাশকারা ব্যবহার করুন। চোখের মেকআপ গাঢ় হলে লিপস্টিকের রঙ হালকা দেওয়ার চেষ্টা করুন। পোশাক ও সাজের সঙ্গে মানানসই করে চুলের স্টাইল করে নিন। পোশাকের সঙ্গে মিলিয়ে গহনার প্রতিও নজর দিন। মেটালের গহনা বেশ ভালো লাগবে রাতের বেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist