আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

জেগে উঠল ভারতের সক্রিয় আগ্নেয়গিরি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র আগ্নেয়গিরিতে ফের ছাই ও লাভা উদ্গিরণ শুরু হয়েছে। ১৫০ বছরেরও বেশি সময় সুপ্ত থাকার ১৯৯১ সাল থেকেই আগ্নেয়গিরিটিতে জেগে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল বলে গত শুক্রবার জানিয়েছে গোয়াভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (এনআইও) গবেষকরা। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে সিএসআইআর-এনআইও বলেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি ফের উদ্গিরণ শুরু করেছে। পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্যারেন দ্বীপের এ আগ্নেয়গিরিটি ১৫০ বছর পর ১৯৯১ সালে উদ্গিরণ শুরু করে, তারপর থেকে মাঝে মাঝেই এটি সক্রিয়তা দেখিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist