আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত

সৌদি আরবে এক বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো চারজন। নিহতের মধ্যে আরব ও এশীয় নাগরিক আছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতরা ৩৫ ওমরাহ যাত্রী ছিলেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে বলে গতকাল বৃহস্পতিবার জানায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তারা জানান, গত বুধবার মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।

মদিনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close