সাইমন আনু (এইচবিএম)

  ১১ ডিসেম্বর, ২০১৭

চুলের সমস্যা সমাধানে আমরা

অনেকেই ভুগে থাকি। এটি আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুলকে ভালোবাসে না এমন লোক আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না বললেই চলে। চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। মানুষকে আকর্ষণীয় দেখায় একমাত্র চুলের কারণে। আপনার এই আকর্ষণীয় জিনিসটি যদি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তবে একসময় তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাই পুরুষ কিংবা নারী কম-বেশি সবাই চুলের কিছু বাড়তি যতœ নিতে হয়, আর যেহেতু এখন শীতকাল চলে এসেছে, এই সময়ে আর্দ্রতা কম থাকার কারণে চুলে কিছু বাড়তি প্রভাব পড়ে। যেমন চুল রুক্ষ হয়ে ফেটে যাওয়া, খুশকি জন্মানো, চুল পড়ে যাওয়া, চুলের ময়েশ্চারাইজ কমে যাওয়া ইত্যাদি।

এসব সমস্যার সমাধান থেকে আপনাকে মুক্তি দিতে পারে আপনার সচেতনতা। এই সময়ে আপনাকে অবশ্যই মানসম্পন্ন শ্যাম্পুর প্রতি সচেতন হতে হবে। কারণ বর্তমানে বাজারে ভেজাল প্রসাধনীর ছড়াছড়ি। তাই আপনার চুলের জন্য ভালো করে বুঝেশুনে শ্যাম্পু কিনুন। আপনার চুলের জন্য ব্যবহার করতে পারেন কোরিয়ান হারবাল (জুড়) শ্যাম্পু। এই শ্যাম্পুর উপাদানগুলো আপনার চুলের রুক্ষতা দূর করবে, চুল পড়া বন্ধ করবে, চুলকে করবে কোমল ও উজ্জ্বল। এর সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন অৎমধহ ঐধরৎ ঙরষ. প্রতিদিন শ্যাম্পু করার পর হালকা ভেজা চুলে সামান্য পরিমাণ অয়েল লাগালে আপনার চুল পড়া বন্ধ করবে ও চুল ফেটে যাওয়া রোধ করবে। তা ছাড়া আপনি চাইলেই কোনো ভালো মানের পার্লারে গিয়ে হেয়ার ঝঢ়ধ ট্রিটমেন্ট করাতে পারেন। যা আপনার চুলকে ডিপকন্ডিশনিং করবে এবং চুলের ময়েশ্চারাইজ বাড়াবে।

লেখক :

ফ্যাশন আর্টিস্ট

ব্যবস্থাপক

ম্যানস্ ক্রাউন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist