নিজস্ব প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৭

পেট্রলবোমায় হতাহতদের অনুদান কৃষকদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা থাকবে : প্রধানমন্ত্রী

বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদনে কৃষকদের সহায়তায় সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের পেট্রলবোমা হামলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরের সময় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পেট্রোলবোমায় হতাহতদের পরিবারের ২৪ জন সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিয়ে ও তাকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ সন্ত্রাসীদের নৃশংসতার কারণে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন ঠেকানোর নামে তারা (বিএনপি-জামায়াত) অনেক পরিবারকে আঘাত করেছে। পঙ্গু করে দেওয়া হয়েছে অনেককে। যাদের অনুদান দেওয়া হলো তারা অনেক অত্যাচার সহ্য করেছেন। ২০১৫ সালের যে তিনটা মাস আগুন দিয়ে রেল-বাস-গাড়ি-লঞ্চ সব জায়গায় আগুন দিল, মানুষকে পোড়াল, এতে অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের আমরা সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র কিনে দিয়েছি, যাতে তারা মাসে মাসে কিছু পায়। যেন পরিবারগুলো কষ্ট না পায়। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়ে সহযোগিতা করেছি।’

বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছি। বন্যার পানিটা নামার সঙ্গে সঙ্গে যাতে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন, তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। সবকিছু আমাদের সেট করাই আছে। এসব একটু সময় লাগবে হয়তো। কারণ, বন্যা না যাওয়া পর্যন্ত তো কাজগুলো শুরু করা যাচ্ছে না। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি সব কাজ এগিয়ে রাখতে।’

অনুদান পেলেন যারা : ইন্দুরকানি উপজেলার শ্রীমতি বিউটি রানী সীল, আকমান সরদার, বাবুল খান, ইদ্রিস আলী হাওলাদার, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান শাওন তালুকদার, মোস্তফা কামাল হাওলাদার, আবদুর রাজ্জাক মাতুব্বর, আবুল হোসেন আবু, তোবারেক আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান, আবুল কাছেম খান, সেলিম হাওলাদার, বাদশা হাওলাদার, সাথী আক্তার, ফারুক হোসেন হাওলাদার, মিজানুর রহমান খসরু খলিফা, শাহ আলম মল্লিক, রহিমা বেগম, জোসনা বেগম, এনায়েত হোসেন হাওলাদার, খোকন আকন, কামাল হোসেন টিপু ও আলম হাওলাদার।

পরে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক গ্রহণ করেন। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সংস্থাটির পক্ষ থেকে ৮৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং চেয়ারমান অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist