নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকান্ড

তদন্ত কমিটিকে সিসিটিভি ফুটেজ দিতে আপত্তি!

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় নাশকতার পরিকল্পনা ছিল না, তবে গাফিলতি ছিল। ঘটনার তদন্তে কর্মকর্তা-কর্মচারীদের জবানবন্দি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ও উপপরিচালক (ঢাকা) সমরেন্দ্রনাথ বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলে। তবে তদন্ত কমিটির সদস্যরা সিসি টিভির ফুটেজ সংগ্রহ করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ফুটেজ দেয়নি বলে জানা গেছে।

সমরেন্দ্রনাথ বিশ্বাস আরো বলেন, আমরা কর্মকর্তা-কর্মচারীদের জবানবন্দি নিচ্ছি। আজও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। অফিসিয়ালি যেসব কাগজপত্র চাওয়ার তা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে চেয়েছি। কিছু তথ্য দিয়েছেন। ব্যাংকের সিসি টিভির ভিডিও ফুটেজ দেখানোর জন্য লিখিতভাবে জানিয়েছি। এখনো পাইনি। আশা করছি নির্ধারিত পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব। তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে আগুন কিভাবে লাগলো তা খুঁজে বের করা। ব্যাংকের কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করছি। যদি কারো দুর্বলতা বা অনিয়ম থাকে সেটাও তুলে ধরা হবে। তবে এটাকে নাশকতা হিসেবে দেখা হচ্ছে না। কারণ নাশকতার বেশকিছু লক্ষণ থাকে তা এখানে পাওয়া যায়নি।

গত ২৩ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার মাসুদ বিশ্বাসের কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কক্ষের ১০-১৫ শতাংশ পুড়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপপরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist