মানিকগঞ্জ প্রতিনিধি

  ১০ মে, ২০২২

ঋণের চাপ ও অপমানে স্ত্রী-দুই মেয়েকে হত্যা

মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায় স্বীকার করায় আসামি আসাদুজ্জামান রুবেলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত রবিবার বিকালে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল রাফিন সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি আসাদুজ্জামান রুবেলের বাড়ি ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায়। তিনি উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ডে (প্যারামেডিকেল) দন্ত চিকিৎসক।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আসামি আসাদুজ্জামান রুবেলকে আটক করা হয়। আটকের পর পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন। এরপর বিকালে তাকে আদালতে পাঠানো হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন আদালত।

তিনি আরো জানান, ঋণের কারণে মানুষের চাপ ও পরিবারের লোকজনের অপমানের কারণে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে। ঘটনার পর পালিয়ে যায় রুবেল। পুলিশ হেফাজতে তিনি এসব কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

গত রবিবার ভোররাতে ঘিওর উপজেলার আঙ্গারপাড়া এলাকায় বসতঘরে লাভলী আক্তার এবং তার মেয়ে ছোয়া ও কথা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close