নিজস্ব প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০২২

শনাক্ত ১০৮৮৮ আরো ৪ মৃত্যু

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যে পাঁচ মাস পর দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার ১০ হাজারের ঘর ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৪১ হাজার নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৮৮৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।

এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ১০ আগস্ট, সেদিন ১১ হাজার ১৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

বুধবার ৯ হাজার ৫০০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত এক দিনে রোগী বেড়েছে ১ হাজার ৩৮৮ জন বা ১৪ দশমিক ৬১ শতাংশ।

জানুয়ারির প্রথম দিনও শনাক্ত রোগীর সংখ্যা ছিল চারশর নিচে, ৬ জানুয়ারি তা হাজার ছাড়ায়, ১৬ জানুয়ারি পেরিয়ে যায় ৫ হাজারের ঘর। এরপর মাত্র চার দিনে তা দ্বিগুণ হলো।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরো বেড়ে ২৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা গত বছরের ৫ আগস্টের পর সর্বোচ্চ। সেদিন শানাক্তের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হলো ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। গত এক দিনে আরো চারজনের মৃত্যু হওয়ায় মহামারিতে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হলো ২৮ হাজার ১৮০ জন।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৫৭৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close