reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

নির্বাচনের মুডে আছি : আইভী

ভোটের মাঠে রাজনীতি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে ছুটছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। এই নির্বাচন নিয়ে আগ্রহের পাশাপাশি শঙ্কাও আছে। স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় রাজনীতি এতে প্রভাব ফেলেছে। পুরোমাত্রায় রাজনৈতিক রূপ পেয়েছে এই নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি এই বর্জন করলেও মাঠে গরম হাওয়া ছড়াতে পারে। ফলে এই নির্বাচনই আবার নতুনভাবে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর ক্ষেত্র তৈরি করতে পারে। তবে সরকার ও নির্বাচন কমিশনের দাবি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। খবর নারায়ণগঞ্জ প্রতিনিধির

দলের নেতাকর্মীদের সহযোগিতা বা অসহযোগিতার বিষয় নিয়ে এখন আর কথা বলতে চান না নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচনের মুডে আছি। যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে কি আপনি মনে করেন, ভোটের চার দিন আগে তাদের কারো প্রয়োজন আছে? আমাকে আমার ভোটার জনগণকে নিয়েই থাকতে দেন।’

গতকাল মঙ্গলবার নগরীর ১২ নম্বর ওয়ার্ডে খানপুরে গণসংযোগ করেন গত ১০ বছর ধরে সিটি মেয়রের দায়িত্ব পালন করে আসা আইভী।

আইভী বলেন, আমি আবারও গণমাধ্যমকে বলি, আমার আস্থা সবসময়ই ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওপরে। আমার আস্থা আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা জনগণের প্রতি। আমার লোকবল ও প্রশাসন নেই। আমার চেয়ে বেশি দাপটের সঙ্গে প্রচার চালাচ্ছেন তৈমূর। তিনি কেন এমন অভিযোগ আনছেন, আমি জানি না। এটি তার নতুন কোনো চাল কি-না তা আমি জানি না। হতে পারে, এটা তার কোনো কৌশল বা চাল। আমি নির্বাচনের মাঠেই থাকতে চাই, ভোটারদের নিয়েই আছি।’

আইভী বলেন, গত ১৮ বছরে নারায়ণগঞ্জের মানুষ আমাকে জানে, আমাকে দেখে আসছে। আমি যা বলি প্রকাশ্যেই বলি। আমি আরো দুটি সিটি করপোরেশন নির্বাচন করেছি, কিন্তু কেউ বলতে পারবে না নির্বাচনে প্রভাব বিস্তার করেছি। প্রশাসন আমাকে কখনো সেভাবে হেল্প করেনি, হঠাৎ করে তারা কেন আমাকে হেল্প করবে? এটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা স্ট্র্যাটেজি থাকে। তারা কী করছে আমি জানি না। ক্ষমতাসীন দলের এই প্রার্থী বলেন, অপর প্রার্থী কী অভিযোগ করেছেন, সেটি আমার দেখার বিষয় না। প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে। আমি এই মুহূর্তে ভোটের মাঠে আছি। উনিও (তৈমূর) তার নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে আছেন। উনি আমার চেয়ে বেশি দাপটের সঙ্গে নির্বাচনে প্রচার চালাচ্ছেন।

দলীয় কোন্দল ও অসহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। নির্বাচন এলে কেউ সহযোগিতা করবে, আবার কেউ করবে না; এটাই স্বাভাবিক। নির্বাচনে এগুলোই হয়, এগুলো মাথায় রেখেই নির্বাচন করতে হয়। এখন সময় জনগণের কাছে যাওয়ার। আমি সেটাই করছি। আমি সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।’

আইভি নিজের কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমি জনগণের অনেক দাবি পূরণ করার চেষ্টা করেছি এবং করছি। জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য ড্রেন করে দেওয়া হয়েছে। জলাবদ্ধতার কারণে যাতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো মাথায় রেখে কিন্তু আমি ৯০ শতাংশ কাজ করে ফেলেছি। এখন অলিগলির ভেতরে কিছু কাজ বাকি আছে। সেগুলো ইনশাল্লাহ করে দেব। তাছাড়া প্রচুর খেলার মাঠ করেছি, কবরস্থান করেছি, পুকুর নিয়ে কাজ করেছি। কবরস্থান, শ্মশান এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে। নগর ভবনের কাজ বাকি আছে। প্রচুর বড় প্রকল্প আছে। নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন করছি। পরিচ্ছন্ন কর্মীদের জন্য কলোনি করছি। সিদ্ধিরগঞ্জে বড় একটি জলাশয় সংরক্ষণ করেছি। প্রচুর কাজ হচ্ছে, এই কাজগুলো চলমান রাখব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close