গাজীপুর, শ্রীপুর ও টঙ্গী প্রতিনিধি

  ০১ মে, ২০১৮

সিটি নির্বাচন

গাজীপুরে জয়ে প্রভাব ফেলবে আঞ্চলিকতা ও শ্রমিক ভোট

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে আঞ্চলিকতায় বিভক্ত হয়ে পড়েছেন ভোটাররা। গাজীপুর ও টঙ্গী এলাকার ভোটারার দলীয় সমর্থনের চেয়ে আঞ্চলিকতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এ ছাড়া শ্রমিকদের ভোট নির্ধারণ করবে জয়ের পাল্লা।

গাজীপুরের রাজনীতি আঞ্চলিক ইস্যু দুই ভাগে বিভক্ত। একদিকে টঙ্গী আরেক দিকে গাজীপুর সদর। ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের এই সিটিতে ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ ভোটের মধ্যে টঙ্গীতে রয়েছে তিন লাখ ৮৫ হাজার ৭৭৪। আসন্ন নির্বাচনে দুই বড় দলের প্রতিদ্বন্দ্বি দুই মেয়র প্রার্থী দুই থানা এলাকার বাসিন্দা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের বাড়ি গাজীপুর সদর থানায়। আর বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার টঙ্গী থানা এলাকার বাসিন্দা। একজন উত্তরাঞ্চলের অন্যজন দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর প্রভাব পড়েছে নির্বাচনে। দলীয় সমর্থনের চেয়ে আঞ্চলিকতাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুই দলের সমর্থকরাও দুই অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছেন।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল টঙ্গীর বাসিন্দা। তার বাবা প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারও ছিলেন টঙ্গীর। জাতীয় পার্টির আমলে সংসদ সদস্য মো. হাসান উদ্দিন সরকারও টঙ্গীর। আওয়ামী লীগের প্রবীণ নেতা আজমত উল্লা খানের বাড়িও টঙ্গী। তাই গাজীপুরের রাজনৈতিতে টঙ্গীর গুরুত্ব অধিক। সিটি করপোরেশন হওয়ার আগে টঙ্গী এবং গাজীপুর সদরে দুটি পৌরসভা ছিল। টঙ্গী থেকে গাজীপুরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই অবস্থায় টঙ্গীর বাসিন্দারা সমর্থন করতে চাইছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো.হাসান উদ্দিন সরকারকে। নিজ এলাকার মেয়র চান তারা। দলমতের ঊর্ধ্বে আঞ্চলিক প্রার্থীকেই সমর্থন করতে চাইছেন। স্থানীয় বাসিন্দা রবিউল হাসান বলেন, ‘হাসান সরকার আমাদের এলাকার লোক। তাকেই বিজয়ী করতে চেষ্টা করব।’

অন্যদিকে, গাজীপুর সদর থানার বাসিন্দা ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত মো. জাহাঙ্গীর আলমকে মেয়র হিসেবে দেখতে চায় তার এলাকার বাসিন্দারা। তাদের দাবি, গাজীপুর সিটি করপোরেশনের বেশির ভাগ অফিস-আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর সদরে ভেতরে অবস্থিত। তাই গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এরিয়ায় জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে হবে। শহরের পূর্ব চান্দনা (১৯ নাম্বার ওয়ার্ড) এলাকার বাসিন্দা আলতাব হোসেন বলেন, ‘এতসব বুঝি না, আমাদের প্রার্থী জাহাঙ্গীর ভাই। এবার নগরে তাকে চাই।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর শাখার সভাপতি মুকুল কুমার মল্লিক প্রতিদিনের সংবাদকে বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন বড় আয়তনের একটি শহর। আমার মনে হয় এত বড় জায়গা নিয়ে এই সিটি করা ঠিক হয়নি। ভোটের মাঠে আঞ্চলিকতাটা একটা বড় বিষয় হয়ে কাজ করবে। এ ক্ষেত্রে টঙ্গী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আরেকটি বিষয় হলো শ্রমিক ভোটার। এবার নির্বাচনে আঞ্চলিকতা এবং শ্রমিকদের ভোট জয়ের জন্য বড় প্রভাব পড়বে বলেও তিনি জানান।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist