চাকরি ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২১

সরকারি যানবাহন অধিদপ্তর নেবে ৭০৯ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ পদে ৭০৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

গাড়িচালক২৮০

মেকানিক (গ্রেড বি)২৫

গাড়ি চালক১৮৬

স্পিডবোট চালক৯৬

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক৭

হিসাব সহকারী৪

টাইম কিপার১

ক্রয় সহকারী১

মেকানিক (গ্রেড ডি)৮

ডেসপাস রাইডার১৫

স্টোর ম্যানিনিয়েল১

ক্লিনার/হেলপার৫১

অফিস সহায়ক৯

নিরাপত্তাপ্রহরী২৫

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। আবেদনের শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। প্রার্থীর বয়স ১-১-২০২১-এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (যঃঃঢ়://ফমঃ.ঃবষবঃধষশ.পড়স.নফ/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিতে

পারবেন।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close