বিনোদন প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২৪

এবার ওয়েব ফিল্মে ফারিণ খান

তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা ফারিণ খান। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি পরিচালক আলোক হাসান। পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উঁচু-নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ত্রিভুজের শুটিং। এতে ফারদিনের সঙ্গে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। ফারিণ খান জানালেন, প্রথম শুনেই গল্পটি ভালো লেগেছে। ত্রিভুজ শব্দটি শুনলেই সবাই মনে করে ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু এখানে প্রেমের সঙ্গে পরিবার আর সমাজের সুন্দর একটা মেলবন্ধন আছে। তিনটি জুটি কাজ করছে এতে। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথম তার সঙ্গে কাজ করছি। এ ছাড়া এই প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করছি। এর আগে ‘প্রচলিত’ ওয়েব সিরিজে কাজ করলেও ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। সিনেমার অন্য দুই জুটির চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় ও আনিকা কবির শখ এবং সোহেল মণ্ডল ও মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে থাকছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close