বিনোদন প্রতিবেদক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

ভাষা দিবসের গান গাইলেন তারা

এ দেশের প্রখ্যাত গীতিকার (প্রয়াত) আবু হেনা মোস্তফা কামাল। তার লেখা ফয়সাল আহমেদের সুরে, বিনোদ রায়ের সংগীতে আবু হেনা মোস্তফা কামালের ছেলে সুজিত মোস্তফার নেতৃত্বে ভাষা দিবসের গান গেয়েছেন সুজিত মোস্তফা, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, ঝিলিক ও স্বরলিপি। এরই মধ্যে গানটির ভয়েস নেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ গান হিসেবে বিটিভিত ফিলার সং হিসেবে প্রচার হবে বলে জানিয়েছেন ইউসুফ আহমেদ খান। গানের কথা হলো ‘রুদ্ধ দুয়ারে বাজে করাঘাত, ওঠো আজ বন্ধুরা, আজ বাংলার অন্তর ভরে, ফুটেছে কৃষ্ণচূড়া....’।

গানটি প্রসঙ্গে সুজিত মোস্তফা বলেন, ‘ভাষা দিবসের বিশেষ একটি গান। আমার বাবার কথার গান। একটা আলাদা ভালো লাগা তো রয়েছেই গানটির প্রতি। তা ছাড়া এই প্রজন্মের যারা গানটি গেয়েছে বিশেষত ইউসুফ, সাব্বির, স্বরলিপি, ঝিলিক- প্রত্যেকেই খুব ভালো গান গায়। তাদের কণ্ঠেও গানটি বেশ ভালো হয়েছে। যে কারণে সবমিলিয়ে আশা করা যায় গানটি সবার খুব ভালো লাগবে। তবে গান ভালো হলে কী হবে। ভালো গান কী এখন আর কেউ শুনতে চায় বা আগ্রহ কী তেমন কারো আছে!’

সুজিত মোস্তফা জানান, গানের কথা সবার ভীষণ ভালো লাগবে। ইউসুফ বলেন, ‘এমন একটি গানের সঙ্গে সম্পৃক্ত আছি, এটাই অনেক বড় প্রাপ্তি।’ সাব্বির বলেন, ‘ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গান গেয়েছি। দেশের গানের প্রতি সব সময়ই ভীষণ ভালো লাগা কাজ করে।’ ঝিলিক বলেন, ‘আবু হেনা মোস্তফা কামাল স্যারের বিদেহী আত্মার প্রতি পরম শ্রদ্ধা। তার গান এই সময়ে এসে গাইতে পেরেছি এটাই অনেক ভালো লাগার।’ স্বরলিপি বলেন, ‘সবার সঙ্গে একসঙ্গে এই গানটি গাইতে পেরেছি এটাই আসলে অনেক বড় ভালো লাগা। সুজিত স্যারের প্রতি কৃতজ্ঞতা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close