বিনোদন প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০২০

শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’

প্রতি বছরের মতো এ বছরও চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’। উচ্চাঙ্গসংগীতের এ মহাযজ্ঞের আসর বসবে আগামী ৮ ফেব্রুয়ারি। বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে গতকাল আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উৎসবটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবটি ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে চলবে পরদিন সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।

আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে। এই সংগীতকে প্রসারের জন্য চ্যানেল আই কাজ করছে। আগে খেয়াল শোনার ব্যাপারে মানুষ আগ্রহী হয়নি, চ্যানেল আইয়ের এ উৎসবের কারণে অনেকেই খেয়াল শোনা এবং চর্চার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। পঞ্চম বছরের সফলতার পর যষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব ২০২০’। বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্যই প্রতি বছর এ উদ্যোগ নেওয়া হয়। উৎসবটি চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close