বিনোদন প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০১৯

শিল্পকলার মঞ্চে ভারতের ‘দায়বদ্ধ’

ভারতের নাট্যসংগঠন ‘সায়ক’-এর আলোচিত প্রযোজনা ‘দায়বদ্ধ’। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে এটি। চন্দন সেন রচিত এ নাটকের নির্দেশনায় রয়েছেন মেঘনাদ ভট্টাচার্য।

গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘ঘর বাঁধার যে আবেগ তা এক দিন মানুষকে পরিবার থেকে সমাজ গড়ার প্রেরণা দিয়েছিল। তা হয়তো সময়ের দীর্ঘ অভিঘাতে পরিণত হয়েছে প্রথায়। মানব-মানবীর সম্পর্কের উত্তাপ কোথাও নিঃস্ব হয়ে এলেও ঐহিত্যের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে প্রথা। অথচ আরো কোনো বড় আবেগ, প্রেম-প্রীতি কিংবা সহমর্মিতার উষ্ণ কোনো অনুভূতি হয়তো এরই মধ্যে হৃদয়ের রক্তে বোঝাপড়ার নতুন ঠিকানা খুঁজছে।’ সেই ঠিকানা কে কোথায় খুঁজে পায়, তা দেখতে ও জানতে চলে আসুন শিল্পকলার মঞ্চে।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মেঘনাদ ভট্টাচার্য, রুনা মুখার্জি, রিমঝিম ঘোষ, প্রদীপ দাস, সমীরণ ভট্টাচার্য, পরিমল চক্রবর্তী, ভারতী দাস, অজয়শঙ্কর ব্যানার্জি, সুব্রত ভাওয়াল, উত্তম দে এবং জয়ন্ত দাস। এর রূপসজ্জা করেছেন শক্তি সেন, সংগীত মুরারি রায় চৌধুরী, মঞ্চ পরিকল্পনায় দীপেন সেন, আলোক সোমনাথ চ্যাটার্জি।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। তারই ধারাবাহিকতায় মঞ্চস্থ হচ্ছে এ নাটক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close