বিনোদন প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৯

‘রাঢ়াং’ দিয়েই ফিরছেন তমালিকা

প্রায় এক বছর ধরে নিজের জীবনে কিছুটা পরিবর্তন আনার জন্য সুদূর আমেরিকাতেই ছিলেন তমালিকা কর্মকার। তবে গত ঈদের কিছুদিন আগে তিনি দেশে চলে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে দেশেই নিয়মিত থাকবেন, অভিনয়েও আগের মতো নিয়মিত হবেন তিনি। প্রায় এক বছর আগে নিজের নাট্যদল ‘আরণ্যক’-এর দর্শকপ্রিয় মঞ্চনাটক ‘রাঢ়াং’-এ অভিনয়ের মধ্য দিয়েই অভিনয়ে ফিরছেন তমালিকা। বিষয়টি গতকাল সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হবে। তমালিকার ভাষ্য মতে, তিনি এখন পর্যন্ত এই নাটকের মঞ্চায়নের তিনটি শোতে থাকতে পারেননি। যথারীতি তিনি আগামীকাল ১৮৪তম মঞ্চায়নে দর্শকের সামনে শ্যামলী রূপে উপস্থিত হবেন। প্রায় এক বছর আগে ‘রাঢ়াং’-এর জন্যই মঞ্চে উঠেছিলেন তমালিকা। আবার মঞ্চে ওঠা প্রসঙ্গে তমালিকা বলেন, ‘সত্যি বলতে কী প্রায় এক বছর পর মঞ্চে উঠতে গিয়ে আমি কিছুটা ভয়েই আছি। তবে নিজের ভেতর ভালো লাগাও কাজ করছে। নিজের দল আরণ্যক। রাঢ়াং ২০০৪ সাল থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে। আমিও ছিলাম শুরু থেকেই। আজীবন থাকব। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আজকের শোটি উপভোগ করার জন্য।’ তমালিকা কৃতজ্ঞতা প্রকাশ করেন তার নাট্যগুরু মামুনুর রশীদের কাছে। তমালিকা বলেন, ‘শ্রদ্ধেয় মামুনুর রশীদ আমার নাট্যগুরু। তার হাত ধরেই আমার একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় পথচলা। আমি আমার শেষ নিঃশ^াস পর্যন্ত অভিনয় করে যেতে চাই। আমি জানি, আমার গুরু আমাকে সব সময়ই তার আশীর্বাদের ছায়াতলেই রাখেন।’ ‘রাঢ়াং’ রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ।

এদিকে আগামী ঈদের জন্যও নাটক-টেলিফিল্মে অভিনয় করবেন তমালিকা কর্মকার। তবে আপাতত তার ভাবনাজুড়ে শুধুই ‘রাঢ়াং’। অভিনয়জীবনে তমালিকার পথচলা দীর্ঘ ২৭ বছর। তার অভিনীত প্রথম সিনেমা ছিল শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’। আবু সাইয়ীদের ‘কীত্তনখোলা’ সিনেমাতে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ তার অভিনীত উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র। এতে তিনি আলীরাজের বিপরীতে অভিনয় করেছিলেন। সালমান শাহর সঙ্গে তার অভিনীত এটিই একমাত্র চলচ্চিত্র। টিভিতে তার অভিনীত সর্বশেষ নাটক ছিল সালাহ উদ্দিন লাভলুর ‘ফেসবুকে বিবাহ’, চয়নিকা চৌধুরীর ‘দুপুর বেলার গল্প ছোট’, অনিমেষ আইচের ‘গুলনেহার’। তার অভিনীত সর্বশেষ ধারাবাহিক মাতিয়া বানু শুকুর ‘আগুন আল্পনা’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close