বিনোদন প্রতিবেদক

  ০৯ ডিসেম্বর, ২০১৮

বিজয় দিবসে নিশোর ‘ধাঙড়’

দুই পাশের দেয়ালই চিটচিটে। তা থেকে খসে পড়ছে পলেস্তারা। এই দুই দেয়ালের মাঝে সরু পথ। এ পথে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মাথা তার গামছায় ঢাকা। চোখে-মুখে লেগে আছে আতঙ্কের ছাপ। এমন একাধিক স্থিরচিত্র কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। জানা যায়, এ স্থিরচিত্র ‘ধাঙড়’ একক নাটকের। আর ছবির ওই ব্যক্তি জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো। বিজয় দিবস উপলক্ষে তরুণ নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন এটি নির্মাণ করছেন। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

একজন মেথরের গল্প নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটক নির্মিত হয়েছে। এরই মধ্যে নাটকটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। অনেকেই আফরান নিশোর অভিনয় ও নাটকের সিনেমাটোগ্রাফির প্রশংসা করছেন। নিশো ছাড়াও এতে আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, হিমে হাফিজ, খায়রুল আলম টিটুসহ অনেকে। নাটকটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কামরুল ইসলাম শুভ। বিজয় দিবম্বের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close