বিনোদন প্রতিবেদক

  ৩১ অক্টোবর, ২০১৮

১৪ নভেম্বর থেকে ‘হাজার বত্রিশ’

হোল্ডিং নম্বর ১০৩২... দোতলা বাড়িটা জাফর সাহেবের সারাজীবনের সমস্ত পুঁজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। একসময় জাফর সাহেব এবং তার স্ত্রী রেখা মিলে অবসর সময়ে বসে স্বপ্ন বুনতেন নিজেদের একটা বাড়ি হবে... খুব যতœ করে সেই বাড়িতে নিজেদের মতো গুছিয়ে থাকবেন শেষ জীবনে বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু পৃথিবীর আর সব সত্যের মতোই এটাও সত্যি হলো, জাফর সাহেবের স্বপ্নপূরণ হওয়ার আগেই স্ত্রী-বিয়োগ ঘটল। যখন জাফর সাহেবের ছেলে, ছেলের বউ কিংবা সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে থাকা ছেলে রাশেদ মাতৃবিয়োগের শোকে কেঁদে কেঁদে একসার হচ্ছে, তখন আজমল সাহেব সারা বাড়ি ঘুরে ঘুরে শুধু এই ইট-কাঠের অসম্পূর্ণ স্বপ্ন দেখতে থাকেন। এটা ছিল আমাদের গল্পের শুরুর অংশ। আজমল সাহেবের স্ত্রী-বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ির দোতলায় এখন তিনি থাকেন তার ছেলেমেয়েদের নিয়ে। আর নিচতলাটা ভাড়া দিয়ে রেখেছেন। আদতে ভাড়া দিয়ে রেখেছেন বললে ভুল বলা হয়। কারণ নিচতলার এই ফ্ল্যাটটা কখনো এক মাসের বেশি ভাড়া থাকে না। সমস্ত সুযোগ-সুবিধা থাকার পরও ভাড়াটে থাকতে চান না এই বাড়িটিতে। আর তাই এই ১০৩২ নম্বর বাড়িটা সারা এলাকায় বেশ পরিচিত। পান্থ শাহরিয়ারের রচনায় এই মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর এবং শৌর্য দীপ্ত সূর্য। প্রচার হবে আগামী ১৪ নভেম্বর থেকে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, আফরান নিশো, রুনা খান, অপর্ণা ঘোষ, শ্যামল মাওলা, নাজিরা মৌ, সাব্বির আহমেদ, সেলিম আহমেদ, নুসরাত জাহান নিপা, নিকুল কুমারসহ অনেকে। প্রযোজনা পথিক, নির্বাহী প্রযোজক তুহিন বড়ুয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close