বিনোদন প্রতিবেদক

  ২৯ আগস্ট, ২০১৮

আবারও একসঙ্গে...

অনেক কালজয়ী গানের সুরস্রষ্টা ফরিদ আহমেদ। তার সুর সংগীতে গুণী অনেক শিল্পী ছাড়াও গেয়েছেন এই প্রজন্মের অনেক শিল্পীই; যার মধ্যে রয়েছেন ফাতিমা তুয্ যাহ্রা ঐশী। অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রে ফরিদ আহমেদের সুর-সংগীতে ঐশীর কণ্ঠে ‘জীবন খোঁজে জীবন’ গানটি শ্রোতা দর্শককে মুগ্ধ করে। ফরিদ আহমেদের সুর সংগীতে এটাই ছিল ঐশীর প্রথম গান। এবারও ফরিদ আহমেদের সুর সংগীতে চলচ্চিত্রে গান গেয়েছেন ঐশী। অরুণ চৌধুরীর নাম ঠিক না হওয়ায় দ্বিতীয় চলচ্চিত্রের থিম সংয়ে কণ্ঠ দিলেন ঐশী। গানের কথা হচ্ছে ‘নারী-পুরুষ দিয়ে গড়া এই দুনিয়াটাই, ছোট বড় করে দেখার কোনো সুযোগ নেই।’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর সংগীত করেছেন ফরিদ আহমেদ। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে ফরিদ আহমেদ বলেন, এককথায় অসাধারণ সুন্দর একটি গান লিখেছেন রফিক ভাই। ঐশীর কণ্ঠ প্রথম যেদিন শুনি সেদিনই বুঝেছি ওর কণ্ঠ ও গায়কী নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। আমার সুরে এর আগে আলতাবানু চলচ্চিত্রে জীবন খোঁজে জীবন গানটি অসাধারণ গেয়েছে। এবারও ভিন্ন আঙ্গিকের একটি গান সুর করেছি তার জন্য এবং আশাতীত ভালো গেয়েছে। গান গাইবার সময় গানের প্রতি তার একান্ত মনোযোগ আমাকে মুগ্ধ করেছে। ঐশী বলেন,আমার আরো একটি ভালো গান হলো আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রফিকউজ্জামান স্যারের গান গাইতে পারব, এটা আমার কল্পনায় ছিল না। কিন্তু ফরিদ আহমেদ স্যার আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমি সত্যিই ধন্য, আমি কৃতজ্ঞ স্যারের কাছে। সবমিলিয়ে গানটি ভালো হয়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close