বিনোদন প্রতিবেদক

  ১৭ মে, ২০১৮

আইয়ুব বাচ্চুর গানের সুর নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন!

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানটির সুর নকল করে পাকিস্তানি পোশাক ব্র্যান্ড ‘ক্রস স্টিচ’ একটি নতুন বিজ্ঞাপন তৈরি করেছে। বিজ্ঞাপনটিতে গানটির সুর আবহ সংগীত হিসেবে হুবহু তুলে দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে নতুন পোশাক নিয়ে আসছে ব্র্যান্ডটি। বিজ্ঞাপনটি প্রচার করছে পাকিস্তানি অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি। তবে বাংলাদেশি শিল্পীর গানের সুরের ব্যবহার করলেও বিজ্ঞাপনে তার কোনো উল্লেখ ছিল না। এমনকি এ বিষয়ে গানের শিল্পী আইয়ুব বাচ্চুরও কোনো অনুমতি নেওয়া হয়নি। এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ না নিলেও এলআরবির প্রধান এ শিল্পী আইনি ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন। ইউটিউবে গানের বাঁশির ভার্সনটি প্রকাশ করা হয় ২০১৬ সালের ৫ জুলাই। বাজিয়েছিলেন রাকিবুল ইসলাম রনি। তিনিও এর প্রতিবাদ জানিয়েছেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি অন্যায়। শিল্পী এ বিষয়ে ব্যবস্থা নিলে আমরা কূটনৈতিকভাবে তাকে সহায়তা করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist