reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০১৭

ঢাবি উপাচার্যের সঙ্গে কুনমিং ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের কুনমিং ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট জ্যাং ঝুউ-এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ৩ নভেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন অধ্যাপক লিউ জুন ইয়ান, অধ্যাপক মু ন্যান মিং, অধ্যাপক চেন জিং এবং ড. ফ্যান চুয়ান ঝেং।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাংস্কৃতিক দল বিনিময় নিয়েও মতবিনিময় করা হয়। শিগ্গিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন। উপাচার্য বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist