reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০১৭

ডুয়েট-টেকফেস্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জাতীয় পর্যায়ে প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট-টেকফেস্ট-২০১৭’ শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় রেস অব ভিক্টরিতে চ্যাম্পিয়ন হয় ডুয়েটের ‘ডুয়েট রাইজিং স্টারস্’ দল, স্পিড ব্যাটেলে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ পোলারিস’ দল, প্রজেক্ট সোকেসে চ্যাম্পিয়ন হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘মাল্টিপারপাস ড্রোন’ দল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ারিয়র্স অব ড্রোন’ দল চ্যাম্পিয়ন হয় টেকনোলজি আইডিয়ায় এবং ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেন ডুয়েটের মো. রাকিবুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ডুয়েট রোবটিক্স ক্লাবের যৌথ আয়োজনে ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সকল অনুষদের ডিন ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই প্রযুক্তি উৎসবে মোট পাঁচটি বিভাগে দেশের ৩৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের সাত শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করে। এসব ইভেন্টে চ্যাম্পিয়ন ছাড়াও রেস অব ভিক্টরিতে প্রথম রানার আপ হয় ডুয়েটের ‘ডুয়েট রোবো জিব্যাক’ দল ও দ্বিতীয় রানার আপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রোবো সেপিয়েন্স’ দল, স্পিড ব্যাটেলে প্রথম রানার আপ হয় ডুয়েটের ‘ডুয়েট এমএইচকে’ দল ও দ্বিতীয় রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সেপটিকন্স’ দল, প্রজেক্ট সোকেসে প্রথম রানার আপ হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘ফার্ম ইন এভরি হোম’ দল ও দ্বিতীয় রানার আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সিকিরিউড ইউ’ দল। এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘টেকনোক্রেটস’ দল প্রথম রানার আপ ও ‘ইকুইলিব্রিয়াম’ দল দ্বিতীয় রানার আপ হয় টেকনোলজি আইডিয়া প্রতিযোগিতায়। এছাড়া ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াডে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ডুয়েটের মো. পারভেজ ও সুজন আহমেদ।

এবার রেস অব ভিক্টরিতে ৫৫ হাজার ও স্পিড ব্যাটেলে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist