reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২০

স্কোপাস র‌্যাংকিংয়ে পঞ্চম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

স্কোপাস জার্নালে গবেষণাপত্র প্রকাশের দিক থেকে ২০১৯ সালে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্কোপাসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণাপত্র প্রকাশনা সংখ্যা ২৮০টি। একই সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র প্রকাশনা সংখ্যা ২৬৫ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র প্রকাশনা সংখ্যা ২১৬।

এর আগে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে ২০১৯ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এল্সভিয়ারের ‘স্কোপাস ডেটাবেইজ’-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে গত ৬ জানুয়ারি এ তথ্য প্রকাশ করেছিল বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’। বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ভিত্তিতে ওই তালিকা করা হয়। তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সালে সম্মিলিতভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান অষ্টম। এ ছাড়াও কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস)-এর ওয়েবসাইটে প্রকাশিত ২০১৯ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন ছাড়াও টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র‌্যাংকিং ২০১৯-এ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close