reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০২০

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ফার্মা ফেস্ট অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের ফার্মা সায়েন্স ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ফার্মা ফেস্ট ২০২০।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শাফি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মিজানুর রহমান। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইপ্সা) সভাপতি মাহবুবুল হক, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি এম মোসাদ্দেক হোসেন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বর্ণালী ইসলাম খন্দকারসহ ফার্মেসি বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এবারের আয়োজনে ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ১২৫ জন প্রতিযোগী ফার্মা অলিম্পিয়ার্ড এবং পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন। পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। প্রথম এবং দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে অলিম্পিয়ার্ডে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা। বাংলাদেশের শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইন্সেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সানোফি বাংলাদেশ লিমিটেড, এরিস্টোফার্মা লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিহেলথ ইউনিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রেনাটা লিমিটেড, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পৃষ্ঠপোষকতা করে। প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, ঔষধশিল্পে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ঔষধশিল্পে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। দেশের চাহিদার শতকরা মাত্র দুই ভাগ ঔষধ বিদেশ থেকে আমদানি করতে হয়। অন্যদিকে বাংলাদেশ এখন ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর ১২৭টি দেশে ওষুধ রফতানি করছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close