reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৯

তরুণদের জন্য ডিজিটাল মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বর্তমানের প্রতিযোগিতামূলক বিশ্বে ডিজিটাল মার্কেটং অত্যন্ত দ্রুত এবং নিপুণভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। কম সময়ে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল মাধ্যম এখন খুবই জনপ্রিয় একটি বিপণন কৌশল। ‘ইমপাওয়ারিং পিপল ফর বেটার বাংলাদেশ’ স্লোগান নিয়ে শুরু হওয়া ‘স্কুল অব এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট’ নামের সংগঠন তরুণদের ডিজিটাল মার্কেটিং পেশায় উদ্বুদ্ধ করতে ২৭ জুলাই শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্র্রের অডিটরিয়ামে আয়োজন করে ওয়ার্কশপ ‘গ্লোবাল বিজনেস থ্রো ডিজিটাল মার্কেটিং।’

স্কুল অব এন্ট্রপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের সিইও, মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, ‘আমরা যদি তরুণদের বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ডিজিটাল মার্কেটিংয়ের সার্বিক বিষয়ে দক্ষ করে তুলতে পারি, তাহলে বাংলাদেশ ও বিদেশে প্রচুর পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। বেকারত্ব দূরীকরণে আমাদের সবাইকে সরকারের পাশাপাশি এগিয়ে আশা উচিত।’

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close