reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুলাই, ২০১৯

রাবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সোমবার বেলা ১১টায় বিভাগটির গ্যালারিতে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এর আগে সকাল ১০টায় কৃষি অনুষদ ভবন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ক্যাম্পাসের চামপঁচা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কৃষি অনুষদের ডিন অধ্যাপক সালেহা জেসমিন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ ফিশারীজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close