reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০১৯

বাউরেসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১১৩টি গবেষণা প্রকল্প

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমে (বাউরেস) মোট ১১৩টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাউরেসের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে গবেষণা প্রকল্পের মনিটরিং এবং ইভালুয়েশনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম মোস্তফা এই তথ্য জানান। তিনি বলেন, কৃষি সেক্টরে নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুণগতমানের গবেষণার বিকল্প নেই। আর দেশে কৃষি সেক্টর উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবদান সবচেয়ে বেশি। তাই বাকৃবিতে ১১৩টি গবেষণা প্রকল্পের অর্থায়ন করেছে মন্ত্রণালয় যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে সবচেয়ে বেশি।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close