reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

ডিআইইউতে সাবেক শিক্ষার্থীদের ‘মহাপুনর্মিলনী’ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় দিনব্যাপী এক বর্ণাঢ্য মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় ৫০০ প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল র‌্যাফল ড্র, খেলাধুলা, আতশবাজি, নাচ, গান, আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজুলল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক গোলাম মওলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালামনাইরাই এ বিশ্ববিদ্যালয়ের গর্ব। তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছেন। তারাই মূলত সবক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছেন।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের একটি মেলবন্ধ তৈরি করতে হবে। অ্যালমনাই অ্যাসোসিয়েশন হতে পারে সেই সেতুবন্ধের মাধ্যম। নতুন-পুরাতনদের মধ্যে সেতুবন্ধ তৈরি হলে নতুন শিক্ষার্থীরা প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। পেশাগতজীবনে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেসব বিষয়ে নতুন শিক্ষার্থী আগে থেকেই ধারণা পেতে পারেন এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close