reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৯

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়েছে। ২০ জানুয়ারি রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে আইন বিভাগ ও ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যে ছেলেদের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মেয়েদের ব্যাডমিন্টনে এমবিবিএস ও ফলিত গণিত এবং মাইক্রোবায়োলজি ও ফিজিওথেরাপি বিভাগের মধ্যে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাস্কেটবল (ছাত্র ও ছাত্রী), ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), ক্রিকেট (ছাত্রী)Ñ এ তিনটি ইভেন্টে খেলা হবে। এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে ফুটবল (ছাত্র ও ছাত্রী), হ্যান্ডবল (ছাত্রী) এবং ভলিবল (ছাত্র) এই তিনটি ইভেন্টে খেলা হবে। আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ১৮টি ও মেয়েদের ১৭টি দল অংশ নিচ্ছে। আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা বাস্কেটবল ফেডারেশনের নিয়মানুযায়ী, ভলিবল নক-আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, হ্যান্ডবল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নিয়মানুযায়ী ও ক্রিকেট প্রতিযোগিতা আইসিসি এবং বিসিবির নিয়মানুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close