reporterঅনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর, ২০১৮

আন্তর্জাতিক সম্মেলনে সাদার্ন প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান

অ্যাসোসিয়েশন অব কমনওয়েল্থ ইউনিভার্সিটিজর (আকু) উদ্যোগে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটার লুতে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষা সমাজের মানবসম্পদ’-বিষয়ক অষ্টম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।

এবার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ভবিষ্যতের বিশ্বায়ন পরিপ্রেক্ষিত মানবসম্পদ তৈরি।’ সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ২০টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তিন দিনের এই সম্মেলনে প্রতিনিধিরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় মানবসম্পদ কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য করবে এ নিয়ে আলোচনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close