reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৮

ইউআইইউতে সামার ট্রাইমিস্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামার ট্রাইমিস্টার ২০১৮-এ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৫ জুন মঙ্গলবার শেষ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাসনান আহমেদ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. আবুল এইচ আজম, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. ইকবাল বাহার চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. সালেকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক মনজুরুল হক খান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকসহ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে নিয়মশৃঙ্খলা মেনে চলে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহায়ক বিভিন্ন কার্যক্রম যেমন ছাত্রদের পড়াশোনার অগ্রগতি ও সার্বিক কল্যাণের প্রতি সার্বক্ষণিক নজরদারি এবং এ বিষয়ে তাদের অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ রক্ষা করার বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist