ইউল্যাব প্রতিনিধি

  ২১ মে, ২০১৮

ক্লাইমেট টেকনোলোজি পার্কে শিক্ষাসফরে ইউল্যাব শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) উদ্যোগে শিক্ষার্থীদের সিসিডিবি ক্লাইমেট টেকনোলোজি পার্কে সম্প্রতি শিক্ষাসফরে নিয়ে যাওয়া হয়। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই পার্কে একই সঙ্গে মিটিগেশন এবং এডাপশন প্রযুক্তি বিষয়ে ধারণা নেওয়ার সুযোগ আছে বলেই শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সিএসডির গবেষণা সহযোগী জয় ভৌমিক।

জয় ভৌমিক এবং শান্তনু কুমার সাহার নেতৃত্ব এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইন্ট্রোডাকশন টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোর্সের ৪০ শিক্ষার্থী দিনব্যাপী এই সফরে অংশ নেন। সিসিডিবির দুজন কর্মকর্তা শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনে এডাপশন এবং মিটিগেশনে ব্যবহৃত স্বল্প খরচের প্রযুক্তি বিষয়ে ধারণা দেন। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে কীভাবে প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ মানুষগুলো খাপ খাইয়ে নিচ্ছে, সে সম্পর্কেও শিক্ষার্থীরা ধারণা পায়। শিক্ষার্থীরা জানান, এ ধরনের শিক্ষা সফর তাদের ক্লাস রুমের বাইরে জ্ঞানার্জনে বিশেষ ভূমিকা পালন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist