reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৮

নোবিপ্রবি ও মেরিটাইম ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠান ৭ মে সোমবার নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এমওইউতে সই করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ সময় নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এম গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে সই করেন ভাইস চ্যান্সেলর রিয়াল এডমিরাল এম কে খালেদ ইকবাল। এ সময় মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের আর্থ অ্যান্ড ওশান সায়েন্স ফ্যাকাল্টির ডিন কমোডর শেখ মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, অনুষদগুলোর ডিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, সহকারী অধ্যাপক মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের অন্য শিক্ষকরা। এর ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ ফিল্ড ট্রিপ, গবেষণা ও ল্যাব ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে। এ ছাড়া ওই ‘এমওইউ’র ফলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী প্রশিক্ষণসহ ‘সমুদ্রসম্পদ ও সামুদ্রিকসম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ে সুযোগ সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist