reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

কানাডিয়ান ইউনিভার্সিটিতে বাঙালি খাবার দিয়ে বর্ষবরণ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নববর্ষ-১৪২৫’ উৎসব উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার পহেলা বৈশাখে ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে আয়োজিত নববর্ষ উদযাপন উৎসবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। নতুন বছরের এই উৎসবে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশসহ বিভিন্ন ধরনের বাঙালি খাবার আয়োজন, মেয়েদের জন্য অলঙ্কার ও মেহেদির স্টল এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মো. আসাদুজ্জামান সুবহানী, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান এস এম আরিফুজ্জামান, স্কুল অব বিজনেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. আকিম এম রহমান, হেড অব স্টুডেন্ট ওয়েলফেয়ার এবং স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট প্রফেসর মো. লাতিফুল খাবির ও আইন বিভাগের লেকচারার ব্যারিস্টার সায়মা তাহমিনসহ ইউনিভার্সিটির অন্য শিক্ষক ও কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist