প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ এপ্রিল, ২০২৪

রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, বড় দুর্যোগের শঙ্কা

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, আশ্রয়ের অপেক্ষায় আছেন বন্যাকবলিত হাজারো মানুষ।

শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধটি ভেঙে যায় বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। খবর আল-জাজিরা ও রয়টার্স।

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে আঞ্চলিক গভর্নরের কার্যালয় জানায়, ‘বন্যার কারণে ১০১৯ শিশুসহ ৪২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২৫০০টিরও বেশি বাড়ি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গভর্নর ডেনিস পাসলার বলেছেন যে বন্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close